মহানগর যুবদলের কর্মীসভা
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে রংপুর মহানগরীর আওতাধীন ২০নং ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উত্তর মুলাটোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহানগর যুবদলের আওতাধীন ২০নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ও রংপুর মহানগর যুবদলের সদস্য ছাব্বির হায়দার আশিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য আবেদ আলি।
রংপুর মহানগর যুবদলের আওতাধীন ২০নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক শোভন হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মহানগর যুবদলের সদস্য তারিকুল ইসলাম তারেক, শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা ও হাসিবুর খান রনিসহ ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।