৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

বৃদ্ধাশ্রমের বাবা মায়ের পাশে সব সময় আছে এবং থাকবে জেলা প্রশাসক নীলফামারী

আমাদের প্রতিদিন
6 days ago
96


কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন- নিরাপদ বৃদ্ধাশ্রমের অসহায় বাবা মায়েদের পাশে জেলা প্রশাসন সব সময় ছিল, আছে এবং থাকবে। তিনি সোমবার (৬ জানুয়ারি) বিকালে নিরাপদ বৃদ্ধাশ্রমে ছুটে এসে নিজ হাতে শীতবস্ত্র লেপ বিতরণ করেন। তিনি বৃদ্ধাশ্রমে বসবাসরত বাবা মায়েদের শীত নিবারণের জন্য লেপ বিতরণের সময় এ কথাগুলো বলেন।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন বেসরকারিভাবে গড়ে উঠে নিরাপদ বৃদ্ধাশ্রম। এখানে বিভিন্ন এলাকার সন্তানহীন ও সন্তানের সেবা বঞ্চিত ২৪ জন বাবা মা বসবাস করছে। এ এলাকায় তীব্র শৈত্য প্রবাহ চলছে। তাই ওই বৃদ্ধাশ্রমে বসবাসরত বাবা মায়েদের শীত নিবারণের জন্য লেপ নিয়ে তাদের কাছে ছুটে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি নিজ হাতেই ওইসব বাবা মায়েদের লেপ তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক, সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবু বক্কর সিদ্দীক, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার এ বি এম তানজিমুল হক মিল্লাত, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেনসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth