রংপুরে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
রংপুরে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।এ সময় ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ সোমবার (৬ ডিসেম্বর) পরশুরাম থানার আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে অভিযান চালিয়ে আটক করা হয়।
বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল সহ মাদক কারবারিকে আটক করা হয় বলে জানান রংপুর মহানগর ডিবি পুলিশের এসআই মমিনুল ইসলাম
আটককৃত সাধন রায় (২২) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব কাদমা মালদাপাড়ার কান্তেস্বর রায়ের ছেলে।