৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

হিলিতে কমেছে কাঁচামরিচ ও আদার দাম

আমাদের প্রতিদিন
4 days ago
39


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে তিনদিনের ব্যবধানে কমেছে দেশি কাঁচামরিচ ও ভারত থেকে আমদানিকৃত আদার দাম। বর্তমানে দেশি কাঁচামরিচ কেজি প্রতি ৪০ টাকা কমে ৩০ টাকায় এবং ভারতীয় আদা কেজি প্রতি ৫০ টাকা কমে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মোকামে সরবরাহ বেশি হওয়ার কারনে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

আজ বুধবার (০৮ জানুয়ারী) সকালে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।  হিলি বাজারে কাঁচাবাজার নিতে আসা আশিকুল আলমের সাথে কথা হয়, তিনি বলেন, বর্তমানে হিলির বাজারে শীতকালীন সবজিসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে। আমরা সাধারণ মানুষ এতে করে কিছুটা স্বস্তির মধ্যেই রয়েছি। এই রকম বাজার পরিস্থিতি থাকলে আমাদের জন্য ভাল হয়।

হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, খুচার বাজারে সবজির দাম অনেকটাই কমেছে। বর্তমানে বেগুন ৩০ টাকা, সিম ২০ টাকা, বাঁধাকপি ১০ টাকা পিচ, ফুলকপি ১০ টাকা পিচ, শষা ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কমেছে কাঁচামরিচ ও আদার দাম। কাঁচামচির কেজি প্রতি ৩০ টাকায় এবং ভারতীয় আদা ১০০ টকা দরে বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। আগের থেকে ক্রেতা অনেক বেশি।

হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহের চার দিনে ভারতীয় পাঁচ ট্রাকে ১০৫ মেট্রিকটন আদা আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth