গঙ্গাচড়ায় মাদক বিরোধী অভিযানে তিন মাদকসেবীর কারাদণ্ড
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৮ জানুয়ারী) সকালে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গঙ্গাচড়া উপজেলা চত্ত্বর ও ডাকবাংলো এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এতে গাঁজা সেবনের দায়ে উপজেলা চত্ত্বর ও ডাকবাংলো এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা গঙ্গাচড়া থানাপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে মমিনুরকে (২০) ৭ দিন, গঙ্গাচড়া ইউনিয়নের আরাজিনিয়ামত গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেনকে (৫৫) ৬ মাস এবং নিকলচন্ডী গ্রামের বাদল সরকারের ছেলে খোকন সরকারকে (৩৮) ১ মাসের কারাদন্ড দেয়।
এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা জানান, গোপন তথ্যের ভিত্তিতে তিনজন মাদক সেবীকে আটক করে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়।