৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

পীরগঞ্জে সরকারী জমি দখল শিক্ষক সহ ৩ জনকে জেল-জরিমানা

আমাদের প্রতিদিন
4 days ago
40


পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি জমি দখল করার অপরাধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক সহ ৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম জেল ও পাঁচশ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো তিনদিনের বিনাশ্রম কারা দন্ডের আদেশ দেন।

আজ (০৮ জানুয়ারি) বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রমিজ আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, রামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ভবানীপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে নওসাদ আলম (৪১) ওরফে লিয়ন, একই গ্রামে আবুল কাশেমের ছেলে আক্তার আলম (৩৫) এবং কোষাবন্দরপাড়া গ্রামের মফিজ উদ্দিন ছেলে মানিক (৪৩)। থানা পুলিশের মাধ্যমে তাদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের সতীর ঘাট শ্মশান কালী মন্দি এলাকায় অবৈধ ভাবে সরকারী জমি দখল করার অপরাধে ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১১ ধারার বিধান মতে তাদের জেল ও জরিমানা করা হয়েছে।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জেল জরিমানা বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কতৃপক্ষের কাছে সুপারিশ করবেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth