৪ শ্রাবণ, ১৪৩২ - ২০ জুলাই, ২০২৫ - 20 July, 2025

অভিমানের পরিণতি: গাছে ঝুলে কিশোরের আত্নহত্যা

আমাদের প্রতিদিন
6 months ago
185


আঞ্চলিক প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে ইসলাম অনুষ্ঠানে যাওয়ার জন্য মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়ার অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তহিদুল ইসলাম (১৩) নামে এক কিশোর। আজ  বুধবার(৮ জানুয়ারি) সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তহিদুল স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী এবং ওই এলাকার তুহিন মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির পাশে একটি ইসলামী জলসায় যাওয়ার জন্য মা তৌহিদা বেগমের কাছে টাকা চায় তহিদুল। কিন্তু মা টাকা দিতে না পারায় সে ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। বুধবার সকালে বাড়ির পাশের একটি আমগাছে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশ ও পরিবারকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) নুর আমীন বলেন,‘পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। তবে আত্নহত্যার পেছনে কারো কোন ইন্দন বা সংশ্লিষ্টতা থাকলে আমরা সুষ্ঠুভাবে তা তদন্ত করছি।’

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth