কাউনিয়ায় বৃদ্ধ রহস্যজনক মৃত্যু
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় গিয়াস উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। তাকে ইঁদুর মারা ওষুধ খাইয়ে হত্যা করে অসাবধানতাবশত মৃত্যুর প্রচার করার অভিযোগ উঠেছে স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার (০৭ জানুয়ারি) দিবাগত গভীর রাতে গিয়াস উদ্দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমজকুর ৩ নং কলোনী গ্ৰামের মৃত মিন্নত আলীর ছেলে।
কাউনিয়া থানার এসআই ডন কংকন বর্মন জানান, ওই বৃদ্ধ ব্যক্তি সাথে তার স্ত্রী সন্তানদের পারিবারিক বিষয় নিয়ে মনমালিন্য চলছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই ব্যক্তি নিজ বাড়িতে অসাবধানতাবশত ইঁদুর মারা ওষুধ সেবন করে অসুস্থ হন। প্রথমে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান তিনি। এসআই ডন কংকন বর্মন বলেন, খবর পেয়ে বুধবার সকালে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। নিহত ওই ব্যক্তির স্বজন ও প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন জমি লিখে নেওয়ার পর বৃদ্ধ গিয়াস উদ্দিনকে তার স্ত্রী মাহফুজা ও তিন সন্তান মানিক, রতন ও রিতু প্রায় সময় মারপিট করতো। বৃদ্ধ বয়সে কাজকর্ম করতে না পারায় তাকে ঠিকভাবে খাবার দিতো না সন্তানরা। মঙ্গলবার রাতে স্ত্রী ও সন্তানরা বৃদ্ধ গিয়াসউদ্দিনকে পরিকল্পিত হত্যা করতে ইঁদুর মারা কীটনাশক ওষুধ খাইয়ে অসাবধানতাবশত মৃত্যু বলে প্রচারণা চালানো হয়েছে। টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন, তিনি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলেন। ওই বৃদ্ধ ব্যক্তিকে পরিরারের লোকজনের নির্যাতন করত এলাকাবাসী তাকে জানিয়েছেন। তবে কীটনাশক খেয়ে ওই বৃদ্ধ ব্যক্তির রহস্যজনক মৃত্যু নিয়ে প্রতিবেশীরা ভিন্ন ভিন্ন কথা বলছে। ওই ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে প্রকৃত রহস্য। তবে নিহতের মেজ ছেলে রতন অভিযোগ অস্বীকার করে বলেন, তারা কেন বাবাকে কীটনাশক খাইয়ে হত্যা করবেন। তার বাবা মানসিক ভাবে অসুস্থ ছিল। মঙ্গলবার রাতে খাবার খেয়ে অসুস্থ হন। অনেক সময় পার করে বাবা পরিবারকে জানায় তিনি ইঁদুর মারা ওষুধ খেয়েছেন। তবে কেন তাদের বাবা ইঁদুর মারা ওষুধ খেয়ে আত্মহত্যা চেষ্টা করছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার বাবা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে। বুধবার ৮ জানুয়ারি বিকেলে মুঠোফোনে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ বলেন, ইঁদুর মারা ওষুধ খাইয়ে একজন বৃদ্ধ ব্যক্তি হাসপাতালে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ওই গ্ৰামে পুলিশ পাঠানো হয়েছিল। বৃদ্ধ ব্যক্তির মৃত্যু নিয়ে স্বজন ও প্রতিবেশীদের কথায় নানা অভিযোগ উঠেছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর রহস্য। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।