৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

বদরগঞ্জের কিশোর গ্যাংয়ের হামলায় মামলার প্রধান আসামি গাইবান্ধায় গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 week ago
83


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ পৌরশহরে কিশোর গ্যাংয়ের ভয়াবহ একটি হামলার ঘটনা ঘটে গত শনিবার। এতে গুরুতর আহত হয়ে মাধ্যমিক স্কুল পড়ুয়া ছাত্র মুন্না ইসলাম বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় মামলা হয়। মামলার প্রধান আসামী মমিনুল ইসলামকে গত মঙ্গলবার মধ্যরাতে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রণির ছাত্র মুন্না ইসলামের ওপর গত শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় পৌরশহরের বালুয়াভাটা আম্বিয়ার মোড় (মালেকের বাজার) নামক এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্ঘবদ্ধ একটি চক্র অতর্কিতে হামলা চালায়। ঘটনাস্থলে গুরুত্ব আহত হয় মুন্না ইসলাম। মুন্না বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মুন্না ইসলামের খালা শ্যামলী বানু ৯ জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় গত গতকাল (০৭ জানুয়ারি) মঙ্গলবার রাত ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এসআই আহসান হাবিব ও তার সঙ্গীয় ফোর্স প্রধান আসামি মমিনুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতার মমিনুল ইসলাম শংকরপুর পাঠানপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বদরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পৌরশহরের শহীদ মিনারে  মানববন্ধন ও পথসভা করে। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে থানা ফটকের সামনে জড়ো হলে স্থানীয় পুলিশ কর্মকর্তারা এসে দ্রুততম সময়ের মধ্যে আসামিদেরকে  গ্রেফতারের আশ্বাস দেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে কিশোর গ্যাংয়ের হামলায় মামলার প্রধান আসামি মমিনুল ইসলামকে গ্রেফতার করে থানায় এনে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth