৭ আষাঢ়, ১৪৩২ - ২২ জুন, ২০২৫ - 22 June, 2025

কোনো ভাবেই গুজবে কান দেওয়া যাবে না: আরপিএমপি কমিশনার

আমাদের প্রতিদিন
5 months ago
72


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় সম্প্রতি ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিক করাকে ঘিরে কেউ যাতে গুজব ছড়িয়ে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রংপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো: মজিদ আলী বিপিএম।

আজ বৃহস্পতিবার ( ৯ জানুয়ারী) রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানা চত্তরে সুধিজন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে আরপিএমপি কমিশনার সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের চরাঞ্চর গ্রামে ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিক হওয়া লোকজনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধমে ভাইরাল করা হয়েছে। আবার সেসব ছবি বিভিন্ন জনের ফেসবুক আইডিতে ভাইরাল করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টকৃত স্ট্যাটাসে লেখা হচ্ছে কয়েক শতাধিক লোককে ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিক করা হয়েছে। যারা ধর্মান্তরিক হয়েয়ে তারা বিষয়টি গোপন রেখে পরিবারের সদস্যদের সঙ্গে মিশে গোপনে কার্যক্রম চালাচ্ছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে চার শতাধিক লোক ধর্মান্তরিক হয়েছে বলে প্রচার করা হচ্ছে। এটি সঠিক তথ্য নয় বলে জানা গেছে। আর যেন কেউ ভুল পথে না যায়, সেজন্য ইসলামী ফাউন্ডেশনের লোকজন ওই এলাকায় মসজিদে গিয়ে মুসুল্লিদের সচেতন করবে।

আরপিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য প্রচারের কারনে সাম্প্রদায়িক ডাঙ্গা কিংবা অস্থিরতা সৃষ্টি হতে পারে। কাউকে চাপ বা প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিক করাও যাবে না। বিষয়টি নিয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছে। ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিক করতে গ্রামের লোকজনকে উদ্বুদ্ধ কাজে একটি এনজিও সংস্থার নাম এবং হারাগাছ ইউনিয়নের চরাঞ্চর গ্রামের এক পরিবারের নাম এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কোন কুচক্রি মহল এটিকে উস্কে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানাচ্ছি। পাশাপাশি কেউ যদি এটিকে পুজি করে অস্থিরতা সৃষ্টি করার পায়তারা করে তাদেরকেও ছাড় দেওয়া হবে না।

আরপিএমপি কমিশনার আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা যে কোনো মাধ্যমে গুজব হলে প্রথমেই পুলিশকে জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এটিকে প্রতিবিধান করার। সবাইকে অনুরোধ করবো, গুজবে কান দিয়ে কোনো অপ্রীতিকর কাজের সঙ্গে সামিল হবেন না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রংপুর মেট্টোপলিটন পুলিশের সহকারি কমিশনার (মাহিগঞ্জ জোন) মো: মিজানুর রহমান, হারাগাছ পৌর বিএনপির আহবায়ক মোনায়েক হোসেন ফারুক, সদস্য সচিব নুরুল আমিন দাজু, হারাগাছ পৌর জামায়াত ইসলামীর আমীর বিডিআর আয়নুল বারি, সেক্রেটারী মো: শোয়েব হোসেন, হারাগাছ ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি আতিয়ার রহমান, ছাত্র অধিকার পরিষদ রংপুর মহানগরের সংগঠক ইমরান কবির, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলার যুগ্ন আহবায়ক রুবায়িত কবির, মহনগরের আহবায়ক ইমতি, মুখ্য সংগঠক আলী হাসান সাঈদ প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth