বীরগঞ্জে কলা ক্ষেত থেকে সাড়ে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মোস্তফা আবরার রাগিব নামে সাড়ে ৩বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মোস্তফা আবার রাগিব নিজপাড়া ইউনিয়নের কল্যাণী মাঝাপাড়া গ্রামের মোঃ হাসান আলীর ছেলে।
আজ (০৯ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী মাঝাপাড়া হুমায়ুনের বাড়ি সংলগ্ন আলহাজ্ব আইন উদ্দিনের একটি কলা বাগান থেকে কলা ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সোয়েটার পরিহিত অবস্থায় খেলতে বের হন মোস্তফা আবার রাগিব। দুপুরে একই এলাকার মালেকা বেগম নামে বৃদ্ধ মহিলা আলহাজ্ব আইন উদ্দিনের কলাবাগান দিয়ে আসার পথে শিশুটিকে কাদা মাখা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তার চিৎকারে এলাকার লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থলের কাছেই কাদামাখা সেন্ডেল পাওয়া গেলেও তার শরীরে পরিহিত সোয়েটার পাওয়া যায়নি বলে তিনি জানান।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, সুরতহাল শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।