৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

তারুণ্যের চিন্তাভাবনাই তৈরি করতে পারে ভবিষ্যৎ বাংলাদেশের রুপরেখা.....ইউএনও রুবেল রানা

আমাদের প্রতিদিন
1 week ago
240


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তারুণ্যের চিন্তাভাবনাই তৈরি করতে পারে ভবিষ্যৎ বাংলাদেশের রুপরেখা। সরকার তরুণদের ভাবনাগুলোকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যে উৎসব ২০২৫ এর আয়োজন করেছেন। তারুণ্যে শক্তিকে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগানোর জন্য পরিকল্পনা গ্রহন করেছেন সরকার। আজ (০৯ জানুয়ারি) বৃহস্পতিবার রংপুরের তারাগঞ্জে ‘তারুণ্যেও ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত এ কথা বলেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল রানা। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে ভিন্ন আয়োজনে কর্মশালার আয়োজন করা হয়। তারাগঞ্জ জন স্বাস্থ্য প্রকৌশলী নাসির ইকবাল এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব কমলেশ রায়, ইউপি সদস্য দুলালী বেগম, মোশেদা বেগম, হাছিনা বেগম, আমির আলী, মোশফেকুর রহমান, শাহাজালাল শেখ, মজুমদার রহমান, লাবু মিয়া, হাতিবান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, উজিয়াল পাইকপাড়া সরকারি প্রাথকিম বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল আমিন আকাশ প্রমুখ। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় উপজলোর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা ৮টি টেবিলে ৭জন করে বসে আট পেপারের মাধ্যমে তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খিয়ারডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজালুর রহমান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth