ফুলবাড়ীতে পাবনার দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বিশেষ অভিযান চালিয়ে পাবনার দুই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে, আজ (০৯ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে শরীরে বিশেষ কায়দায় ফিটিং করে দুই মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে সীমান্ত থেকে আসার প্রাক্কালে উপজেলার মহিলা কলেজ মোড় কদমতলার সড়কে তাদের দেহ তল্লাশী করে ৩ কেজি গাঁজা আটক করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী পাবনা’র সদর উপজেলার পশ্চিম সাধুপাড়া ও সরষি সোনাতলা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে মোঃ পলাশ (২৩) ও মৃত আব্দুল আউয়ালের ছেলে ইকবাল হোসেন (২৪)।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।