৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

ফুলবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারী গ্রেফতার

আমাদের প্রতিদিন
5 days ago
36


আঞ্চলিক প্রতিনিধি:  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানার পুলিশ। আটক আসামীদের বিরুদ্ধে শুক্রবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ জানায়, ফুলবাড়ী থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেজুরের  তলা এলাকায় ওঁৎপেতে থাকে। এ সময় উপজেলার বালারহাট থেকে ব্যাটারি চালিত অটো যোগে আসা সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে বস্তার ভিতরে পলিথিন মোড়ানো অবস্থায় তিনটি প্যাকেটে ১৫ কেজি গাঁজা তাদের কাছে পাওয়া যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রৌশন শিমুলবাড়ী গ্রামের মৃত কাচুয়া মাহামুদ এর ছেলে শফিকুল ইসলাম (৪২) ।

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মামুনুর রশীদ জানান গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতা করা হয়েছে। আটক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীকে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth