৬ আষাঢ়, ১৪৩২ - ২১ জুন, ২০২৫ - 21 June, 2025

ঘোড়াঘাটে অব.সামরিক কলোনীর সদস্যদের নিয়ে পূন র্মিলনী

আমাদের প্রতিদিন
5 months ago
165


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে নুরজাহানপুর অব. সামরিক কলোনীর সকল সদস্যদের নিয়ে পূন র্মিলনী অনুষ্ঠিত  হয়েছে।

আজ (১১ জানুয়ারি) শনিবার বেলা ১২ টার দিকে নুরজাহানপুর এলাকার অবসরপ্রাপ্ত সেনা পরিবারের সদস্যদের আয়োজনে ইদ্রিস খানের সভাপতিত্বে ও  অব: সেনা সদস্য কামাল হোসেনের সঞ্চালনায় নুরজাহানপুর অব. সামরিক কলোনী উচ্চবিদ্যালয় মাঠে পূনমিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট কারগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাদেকুর রহমান শাকিল,সাবেক প্যানেল মেয়র কাদের মিয়া,অব: প্রাপ্ত সেনা সদস্য মির্জা শামিম, শাহাবুদ্দিন, বসির উদ্দিন,

ব্যবসায়ী সামছুর রহমান জিন্না সহ প্রকৌশলী আব্দুস সালাম জনি প্রমুখ।  পূন র্মিলনী অনুষ্ঠানে উক্ত এলাকার যুব সমাজ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth