১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

উপজেলার চিলাহাটিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 month ago
96


মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের ঐক্যবদ্ধ করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর ডোমার উপজেলার ০১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে কৃষক সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী কৃষক দল।

গতকাল শনিবার (১১ই জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে কৃষক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মগনী মুহাম্মদ মাসুদুল আলম দুলাল।

ভোগডাবুড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আফজালুর রহমান চৌধুরী হিরো, সাধারণ সম্পাদক এএসএম গোলাপ হোসেন প্রমুখ।

এছাড়াও স্থানীয় বিএনপি, কৃষক দলসহ অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমাবেশে কৃষকদের নিয়ে বিএনপির রাষ্ট্র পরিচালনায় আগামীর ভাবনা, কৃষকের অধিকার আদায় সহ সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিকল্পে সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ কৃষকদের সজাগ থাকার আহবান জানান বক্তারা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth