৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

ফুলবাড়ীতে মাদ্রসা ছাত্রীকে অপহরণ: ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার

আমাদের প্রতিদিন
4 weeks ago
84


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৮ম শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে অপহরণ করার ঘটনায় ঢাকা কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা করার জন্য আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও ভোক্তভোগী জানায়,উপজেলার খোচাবাড়ী এলাকার আব্দুস ছালামের ছেলে মজিবর রহমান লেবু (২৩) একই এলাকার খোচাবাড়ী মোস্তাকিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী ও ওই এলাকার মকবুল হোসেনের মেয়ে (১৪)কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরন করে  নিয়ে গা ঢাকা দেয়। এ নিয়ে মেয়ের পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোন  সঠিক তথ্য না পেয়ে  ফুলবাড়ী থানায় এক মাস আগে একটি জিডি করেন। পরে ঢাকা কেরানীগঞ্জ এলাকায়  ভিকটিমসহ অপহরণকারীরা সেখানে বসবাস করছেন বলে বিষয়টি বৃহস্পতিবার ফুলবাড়ী থানায় জানানো হয়। পরবর্তিতে ফুলবাড়ী থানা পুলিশ কেরানীগঞ্জ পুলিশের সহযোগিতায় রোববার অপহরণকারীসহ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় অপরহণকারী মজিবর রহমান লেবু ও তার পিতা আব্দুস ছালামকে আটক করে পুলিশ।

মকবুল হোসেন জানান, মেয়েকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। খোজ নিয়ে দেখি ঢ,কেরানীগঞ্জ এলাকা বসবাস করছেন। পরে পুলিশের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে ৪ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মেয়েকে ডাক্তারী পরীক্ষা করার জন্য আদালতে পাঠানো হয়েছে এবং আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth