কিশোরগঞ্জে শিশু শ্রম ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সমাবেশ ও শিশুর মাঝে ব্যাগ-কলম বিতরণ

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে শিশু শ্রম ও বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা সমাবেশ ও ৩৫৩০ জন শিশুর মাঝে ব্যাগ-কলম বিতরণ করা হয়েছে। গতকাল (১৩ জানুয়ারি) সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ ও ব্যাগ-কলম বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ড. নীল রতন দেব, সমাজসেবা অফিসার জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা সাহাব উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার নীলফামারীর এসিও ওয়ার্ল্ড ভিশনের অনুকূল বর্মন, এপি ম্যানেজার সাগর ডি' কস্তা, কোয়ালিটি স্পেশালিস্ট নীলফামারীর এসিও ওয়ার্ল্ড ভিশনের শাহ্ কামাল, প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা, জন কেনেডি ক্রুশ,জেফী রাজ দোলন কুবি, আনোয়ার হোসেন প্রমুখ।