নাগেশ্বরীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে সোম ও মঙ্গলবার ২দিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় উপজেলা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেন। পরে মঙ্গলবার এ মেলার সমাপনী দিনে সেরা স্টলধারীকে পুরস্কার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শারহরিয়ার হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা. শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্খারুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার ময়দান আলী, পল্লী উন্নয় অফিসার গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি নুরনবী দুলাল প্রমুখ।