১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা সম্ভব: শাহনাজ পারভীন

আমাদের প্রতিদিন
4 weeks ago
233


 নির্মল রায় গঙ্গাচড়া (রংপুর):

শিক্ষার্থীর জীবনের প্রথম আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা সম্ভব। সে লক্ষ্যেই ঢেলে সাজানো হয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ক্লাস্টারের ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গজঘণ্টা ও মর্ণেয়া ইউনিয়নের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে গজঘণ্টা ক্লাস্টার গঠিত।

এসব বিদ্যালয়ে এখন শতভাগ শিক্ষার্থীদের ইউনিফর্ম আছে। কাব কার্যক্রম সক্রিয় আছে। পাঠদান করা হয় রুটিন মোতাবেক। নিশ্চিত করা হয়েছে শিক্ষকদের যথাসময়ের আগমন-প্রস্থান। পঠন দক্ষতা অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফলে ক্লাস্টার ভুক্ত প্রায় ৯০% শিক্ষার্থী বাংলা এবং ৮০% শিক্ষার্থী ইংরেজি বিষয়ের পঠন দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছে। নিয়মিত চর্চা করা হয় সুন্দর হাতের লেখাও। দেয়ালিকা তৈরি করা আছে ক্লাস্টারের শতভাগ বিদ্যালয়ে।

খামারটারি সরকারি প্রা. বিদ্যালয় ও রাজবল্লভ স. প্রা. বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে "পেপার কর্নার" চালু আছে। আছে সততা স্টোর। অধিকাংশ বিদ্যালয়ে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে পাঠদান নিশ্চিত করা হয়।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হয়েছে ওই ক্লাস্টারের খামারটারি স. প্রা. বি., ২০২৩ সালে শ্রেষ্ঠ হয়েছে গজঘণ্টা স. প্রা. বিদ্যালয় এবং ২০২৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে রাজবল্লভ স. প্রা. বিদ্যালয়।

এসব ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণ ও পরিবীক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও ক্লাস্টার অফিসার মোছাঃ শাহনাজ পারভীন।

তিনি এ উপজেলায় ২০২১ সালের আগস্ট মাসে যোগদান করেন। সম্প্রতি অন্যত্র তার বদলি হয়েছে।

এ বিষয়ে শাহনাজ পারভীন বলেন, প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার প্রথম স্তর । এ স্তরের ভিত শক্ত না হলে পরবর্তী স্তরগুলো দূর্বল হয়ে পড়ে। সুতারাং ভিত মজবুত করাই আমার প্রধান লক্ষ্য ।

তিনি আরো বলেন, শিক্ষকগদের ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতায় এসব সফলতা অর্জন সম্ভব হয়েছে।

তার বদলির পরও গঙ্গাচড়া উপজেলায় সাফল্যের এ ধারা সংশ্লিষ্টরা অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth