ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুরের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন

মহানগর প্রতিবেদক:
ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুরের উদ্যোগে মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে শীতার্ত অসহায় দরীদ্র মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে।
কমিউনিটি হাসপাতাল মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও ইসলামী ব্যংক কমিউনিটি হাসপাতাল রংপুরের অন্যতম পরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এ সময় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুরের অন্যতম অপর পরিচালক সাবেক এমডি ডাক্তার আজাহার আলী শাহ্, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শামছুল হুদা, প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান মিন্টু ও হাবিবুর রহমান অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন।
কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে আলোচনা, দোয়া শেষে প্রায় শতাধীক পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।