পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের কম্বল বিতরণ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলার ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ (১৫ জানুয়ারি) বুধবার আল আরাফা ব্যাংক পিএলসির সহয়তায় উক্ত কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পীরগঞ্জের সমন্বয়ক রাকিবুল ইসলাম রাকিব, পীরগঞ্জ পর্ব শাখার ছাত্র শিবিরের সভাপতি রাকিব মিয়া,
ছাত্র অধিকার পরিষদ রংপুর জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক শেখ সাদি প্রধান, পীরগঞ্জ শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর সরকার, বৈষম্য বিরোধী ছাত্র নেতা মাসুম বিল্লাহ, পৌরসভা বিট পুলিশ এর এসআই মেহেদী হাসান,
আল আরাফা ইসলামী ব্যাংক পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক এএস রবিউল ইসলাম, এফএভিপি ও পীরগঞ্জ শাখা ইনচার্জ সাজ্জাদ কবির কাদেরী প্রমুখ। পীরগঞ্জ পৌরসভার ২ শতাধিক দরিদ্র শীতার্তাদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।