১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

রমজানে পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

আমাদের প্রতিদিন
4 weeks ago
46


হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাপজুরের হিলি স্থলবন্দরে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমদানি সরবরাহ ও প্রতিযোগিতা বিরোধী কর্মকান্ডে পর্যবেক্ষণ এবং বন্দরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন প্রতিযোগিতা কমিশনের উপ-পরিচালক দীনেশ সরকার। আজ বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে হিলি পানামা পোর্টের সম্মেলন কক্ষে বন্দরের ব্যবসায়ীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুজন মিয়া, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মন্ডল, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, ব্যবসায়ী হযরত আলী, ব্যবসায়ী ওহেদুর রহমান রিপনসহ আরোও অনেকে।

মতবিনিময় সভায় বক্তারা রমজান মাসে পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা বিষয়ে আলোচনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth