কৃষি জমির টপসয়েল ও নদী থেকে বালু উত্তোলণ বন্ধে প্রশাসনের গণবিজ্ঞপ্তি জারী

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা,ঘাগট নদীসহ জেলার বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণ ও কৃষি জমির টপসয়েল কাটা ও বন্ধে গণবিজ্ঞপ্তি জারী করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ জানুয়ারী) জারিকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রংপুর জেলার বিভিন্ন নদী থেকে পাম্প ও ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যক্তি মালিকানাধীন কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি বা টপসয়েল কাটার অভিযোগ পাওয়া যাচ্ছে। যা বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ। এ আইন অনুযায়ী কৃষি জমির মাটি কাটা, বাণিজ্যিক উদ্দেশ্যে বালু বা মাটি উত্তোলন করা, কৃষি জমির উর্বর উপরিভাগের মাটি বিনষ্ট করা, পরিবেশ-প্রতিবেশ বা জীববৈচিত্রের ক্ষতি সাধণ করা এবং ড্রেজারের মাধ্যমে বা অন্য কোন প্রক্রিয়ায় বালু বা মাটি উত্তোলন করা এবং এ কাজের জন্য জমিসহ পার্শ্ববর্তী অন্য জমির ক্ষতি বা ধ্বস হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। এসব কাজে জড়িত ব্যক্তিদের অনুর্ধ্ব দুই বছরের কারাদন্ড ও সর্বনিম্ন ৫০ হাজার টাকা ও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডিত করা হবে।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন বাস্তবায়নে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ জন্য জনসাধারণকে জেলার নদী, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা ও কৃষি জমির সুক্ষার স্বার্থে আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। যারা আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।