৫ শ্রাবণ, ১৪৩২ - ২০ জুলাই, ২০২৫ - 20 July, 2025

ওপেন চ্যালেঞ্জে গাঁজা বিক্রি! ইউএনও কাছে অভিযোগ

আমাদের প্রতিদিন
6 months ago
165


পীরগঞ্জ প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ওপেন চ্যালেঞ্জে গাঁজার বিক্রির অভিযোগ এনে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে।

আজ (১৫ জানুয়ারি) বুধবার দুপুর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শিবপুর ও নিয়ামতপুর গ্রামের ৬ জন স্থানীয় বাসিন্দা এঅভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আনসারুলের স্ত্রী মাদক সম্রাগি শাহিনা বেগম দীর্ঘদিন ধরে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গাঁজা বিক্রি করে আসিতেছে। স্থানিয়রা এর প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয় ও নানা রকমের ভয় ভীতি প্রদর্শন করেন। ওই মহিলা এও বলে যে, তোমরা আমার কিছু করতে পারবে না, আমি গাঁজা বিক্রি করবো, তোমাদের বাপের কি? পারলে ঠেকাও”। কাউকে তোয়াক্কা না করে হর হামেশায় দিনের পর দিন সে গাঁজা বিক্রি করে চলেছে। গাঁজা বিক্রি বন্ধ না হলে আমাদের গ্রামের যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এলাকার পরিবেশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ্য হচ্ছে মর্মে এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে জালাল, মোস্তাফিজুর, রবিউলসহ ৬ জনের যৌথ স্বাক্ষরে লিখিত অভিযোগপত্র দায়ের করা হয়েছে।

অভিযোগকারী জালাল উদ্দিন জানায়, গতকাল সন্ধ্যায় তাকে আমাদের এলাকায় গাঁজা বিক্রি না করার জন্য বলা হলে সে আমার উপর চড়া হয় ও আমাকে আক্রমণ করে আহত করে।

স্থানীয় বাসিন্দা ফারুক বলেন সে, শাহিনা দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে চলেছে। তাকে পুলিশ কয়েক বার গ্রেফতার করেন। কিন্তু সে গাঁজা বিক্রি করা বন্ধ করে নাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, গাঁজা বিক্রি বন্ধের একটি অভিযোগ পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে ওই গাঁজা বিক্রেতাকে আইনের আওতায় আনা হবে।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth