১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

এবার কাটাতারের বেড়ায় ভারতীয় বিএসএফ ঝুলিয়ে দিলো মদের বোতল!

আমাদের প্রতিদিন
4 weeks ago
102


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখার ২ কিলোমিটার এলাকায় কাটাতারের বেড়া দেওয়ার ৬ দিন পর এবার মদ’র খালি বোতল ঝুলিয়ে দিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাধা দিলেও বাধাকে উপেক্ষা করে বোতল ঝুলাতে থাকে বিএসএফ।

বোতল গুলোর দুই একটিতে আবার একটু একটু করে মদও দেখা যাচ্ছে।  এ নিয়ে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের লোকজনের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, প্রতিবেশী দেশ ভারত সীমান্তের বেড়ায় মদ’র খালি বোতল ঝুলিয়ে দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে।

আজ বুধবার (১৫ জানুয়ারী) দুপুর ১২টায় দহগ্রাম সীমান্তের সরকার পাড়ার এলাকার বাংলাদেশ-ভারত প্রধান ৪১ নং পিলার এলাকায় ভারতীয় বিএসএফ মদ‘র খালি বোতল ঝুলিয়ে দেন । কি কারণে তারা বোতল ঝুলিয়ে দিয়েছে তারা জানা না গেলে এ নিয়ে মানুষের মাঝে আবারও আতঙ্ক বিরাজ করছে। অপর দিকে বিজিবি টহল জোরদার করেছে।

জানা গেছে, পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতার সরকার পাড়া সীমান্তে  সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ শূন্যরেখা কাঁটাতারের স্থানে ভারী অস্ত্র নিয়ে টহল জোরদার করেন। সন্ধ্যার পর থেকে উচ্চ মান সম্পূর্ণ লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছে। এতে সীমান্ত বাসী আতঙ্কিত রয়েছে। এর আগে গত শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে আন্তর্জাতিক আইন অমান্য করে শূন্যরেখায় বাংলাদেশ-ভারত প্রধান পিলার উপ-পিলার ৩৭ থেকে ৪৭ নম্বর পিলারের  প্রায় দুই  কিলোমিটারের মধ্যে ভারতীয় বিএসএফ লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় ৪ ফুট উচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। এতে বিজিবি বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনার  ৬ দিন পর  বুধবার দুপুর ১২টায়র দিকে ভারতীয় বিএসএফ আবারও সেই কাঁটাতারের বেড়ায় মদ’র খালি বোতল ঝুলিয়ে দেয়। বোতল গুলোর দুই একটিতে একটু একটু করে মদও দেখা যাচ্ছে। পরে বিজিবি ও সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কিছু অংশে বোতল ঝুলিয়ে দিয়ে চলে যায়। এই ঘটনায় আবারও সীমান্তের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দার ফরিদুল ইসলাম বলেন,ভারতীয় বিএসএফ কাঁটাতারের বেড়া দিয়েছে এমনি আমরা আতঙ্কে আছি। এর মধ্যে হঠাৎ কাটাতরের বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়েছে। এর মধ্যে আমরা নতুন করে আতঙ্কে আছি।

ওই এলাকার কৃষক জমশের আলী বলেন,আমরা মাঠে কৃষিকাজ করি এর মধ্যে কাঁটাতারের বেড়া দিয়েছে। বেড়া দেওয়ার পর থেকে তাদের টহল জোরদার করেছে। এখন আমাদের দাবি এই এলাকায় তিনটি বিজিবি ক্যাম্প স্থাপন ও টহল জোরদার হলে আমাদের আতঙ্ক কাটবে।

দহগ্রাম সরকার পাড়ার স্থায়ী বাসিন্দার জব্বার আলী বলেন, ভারত জিরো লাইনের কারা তারা বেড়া দিয়েছে আমাদের চলাচলের খুবই কষ্ট। এতেই আমরা আতঙ্কে আছি। তারপরও বেড়ায় মদ’র খালি বোতল ঝুলিয়ে দিয়েছে কাঁটাতারের বেড়ায়। এখন বোতলে কি রাখল কিনা এ নিয়ে আমরা আতঙ্কে আছি।

ইসলামিক স্কলার মিরাজুল ইসলাম মাহদী বলেন, প্রতিবেশী দেশ ভারত সীমান্তের বেড়ায় যদি মদ’র খালি বোতল ঝুলিয়ে দিয়ে থাকে তাহলে তারা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে।

৫১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দিন বলেন, এটি নতুন কোন স্থাপনা নয়। বেড়াটি প্রটেকশনের জন্যই তারা বোতল ঝুলিয়ে দিয়েছে। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেই টেনসনে আছেন তাই তারা এই প্রটেকশনটি ব্যবহার করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth