সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সাথে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সচেতনতামূলক সভা

আঃ রহিম, পাগলাপীর রংপুর:
ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার এই স্লোগানকে সামনে রেখে তারাগঞ্জ হাইওয়ে থানার আয়োজনে অনুষ্ঠিত হলো মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামুলক সভা। গতকাল ১৫ ই জানুয়ারি সকালে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর উদ্যোগে তারাগঞ্জ হাইওয়ে থানা এলাকায় ফাজিলপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের নিয়ে " রোড সেফটি এবং ট্রাফিক আইন ' সংক্রান্তে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে প্রজেক্টর এর মাধ্যমে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন রংপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম । অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ফাজিলপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক । প্রধান অতিথি রংপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন যে সড়কে দুর্ঘটনার একটি বড় কারণ হচ্ছে গাড়ির চালকদের যথাযথভাবে ট্রাফিক আইন না মানা। এবং রাস্তা পারাপার সহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থী এবং পথচারীদের অসচেতনতা, চোখে ঘুম নিয়ে গাড়ি মহাসড়কে চলাবেন না, মটর সাইকেল চলানোর সময় হেলমেট ব্যবহার করুন এবং ২ জনের বেশি, মটর সাইকেল তুলবেনা। রংপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরো বলেন তরুণ শিক্ষার্থীদের ড্রাইভিং লাইসেন্স না থাকলে এবং ১৮ বছর না হলে মোটরসাইকেল চালনা থেকে বিরত থাকার আহ্বান জানান। শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান। তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এ কথাটি মনে রেখে তিনি স্কুলের শিশুদেরকে মহাসড়কে এবং রাস্তায় চলাচলের ক্ষেত্রে নিয়ম মেনে চলার জন্য আহবান করেন এছাড়াও তিনি মাদক এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করেন। উক্ত অনুষ্ঠানে দুই শতাধিক বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত ছাত্রছাত্রীরা এবং শিক্ষকগণ হাইওয়ে পুলিশের এই ধরনের সচেতনতা মূলক কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান ফাজিলপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।