১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

বর্ধিত ভ্যাট ও এস.ডি প্রত্যাহারের দাবিতে রংপুরে মানবন্ধন কর্মসূচি পালন

আমাদের প্রতিদিন
3 weeks ago
32


মহানগর প্রতিবেদক:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রংপুর জেলা শাখার আয়োজনে বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ ১৬ই জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে সম্পূরক শুল্ক প্রত্যাহার ও ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি নুরুল হক মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শহিদ আক্তার সোহেল, যুগ্ন সম্পাদক আব্দুল খালেক, দোকান মালিক সমিতির যুগ্ন সম্পাদক আলমগির হোসেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রংপুর জেলা শাখার প্রচার সম্পাদক নুরুন্নবী লাকু, কোষাধ্যক্ষ হেলাল হোসেনসহ উপস্থিত নেতৃবৃন্দ। মানবন্ধনের সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হক ব্যাপারী।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা। সরকার ভ্যাটের হার ৫% হতে বৃদ্ধি করে ১৫% আরোপ করেছেন। আমাদের দাবি ছিল ভ্যাট কমিয়ে রেস্তোরাঁ সেক্টরে ৩% নির্ধারণ করতে হবে। স্ট্রিট ফুড সহ সকল খাদ্য ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে হবে কিন্তু পরিতাপের বিষয় সরকার ভ্যাটের আওতা বৃদ্ধি না করে আমরা যারা নিয়মিত ভ্যাট দিয়ে আসছি এবং সকল ধরনের কমপ্লাইনস মেনে রেস্তোরাঁ ব্যবসা করে আসছি তাদের উপরেই তিনগুণ ভ্যাটের বোঝা চাপিয়ে দিয়েছেন। এছাড়া আরো ১০% সম্পূরক শুল্ক বিদ্যমান আছে। বর্ধিত ভ্যাট ও এস ডি সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে না হলে আমাদের ব্যবসা ছেড়ে বাসায় বসে থাকতে হবে। তাই প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জরুরী ভিত্তিতে সমাধান আশা করছি।

এ সময় রংপুর জেলার রেস্তোরাঁ ও বেকারীর মালিকগণ এবং কর্মচারিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth