১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

বর্তমান  সরকারের অধীনে যদি ভালো নির্বাচন না হয়, তাহলে আর কখন হবে ?? ড. তোফায়েল আহমেদ

আমাদের প্রতিদিন
3 weeks ago
39


নিজস্ব প্রতিবেদক:

বর্তমান এই সরকারের অধীনে যদি ভালো নির্বাচন না হয়, তাহলে আর কখন হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিষয়ক কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  কমিশনের মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এসময় রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল ছাড়াও কমিশন সদস্য  জিএনও এনজিও, পেশাজীবি ও গণমাধ্যম কর্মীরা কর্মশালায় অংশ নেন।

এসময় ড. তোফায়েল প্রশ্ন তোলেন, ভোট যদি কেনাবেচা হয়, তাহলে গণতন্ত্রের দরকার কি। টাকা নিয়ে যদি ভোট দিয়ে দেই তাহলে গণতন্ত্রের দরকার কি, কেন ভোট চাই। ভোট বেচাকেনা বন্ধ করতে না পারলে গণতন্ত্র সফল হবে না। এই কেনাবেচার শংকা থাকলে দেশে গণতন্ত্র হবে না। ছাত্রদের আন্দোলনের কারণে এত প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেলো এটাও সম্ভব হয়েছে এই দেশে। তাই আশাবাদি হতে হবে। সংস্কারও করতে হবে। সবাই মিলে আমাদের ভোটও গণতন্ত্রও পাহারা দিতে হবে।

ড. তোফায়েল বলেন, এই জাতির আর ক্ষতির কি বাকি আছে। বিচারালয় থেকে ইউপি মেম্বার। সবখানেই ক্ষতি হয়েছে। আমাদেরকে জাতি হিসেবে নস্ট করেছে আওয়ামীলীগ। কিন্তু আমাদেরকে ফিরতে হবে। সেকারণে আমাদের আশাবাদি হতে হবে। সচেতন হতে হবে। আমাদেরকে পাহাড়া দিতে হবে। পাহারা শুধু ছাত্ররা দিলে হবে না। তাদের মা দের বাবাদেরকেও পাহারা দিতে হবে। আন্দোলনেও গিয়েছিলেন ছাত্রদের বাবা মা রাও। গণতন্ত্র পাহারা না দিলে গণতন্ত্র থাকে না।

ড. তোফায়েল বলেন, স্থানীয় সরকারের সংস্কারের মধ্যে দুই ধরণের মতামত আছে। একধরণের মত হচ্ছে যা আছে তাই। ডাইরেক্ট নির্বাচন হবে। আরেকটা হচ্ছে পার্লামেন্ট সিস্টেমে যাবো কিনা। সেটা আমরা সব কিছু বিবেচনা করেই প্রতিবেদন দিবো।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth