১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

অতীতের মতো দলীয় প্রতীকে আর স্থানীয় নির্বাচন হবে   ......সংস্কার কমিশন প্রধান

আমাদের প্রতিদিন
3 weeks ago
113


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান প্রফেসর , তোফায়েল আহমেদ বলেছেন, অতীতের মতো দলীয় প্রতীকে আর স্থানীয় নির্বাচন হবে না। আমরা আমাদের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে তাদের পরামর্শ নিয়েছি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৫টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা প্রশাসন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় কমিশনের প্রধান আরো বলেন, সরকারের মূল ভিত্তি হচ্ছে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। তাই নির্বাচনে জনপ্রিয় গ্রহনযোগ্য ব্যক্তিকে ভোটারেরা জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবেন। ভালো প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে সমস্যায় পড়তে হয়। কারন নির্বাচনের খরচ এবং পেশিশক্তির প্রভাব থাকে। মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্যসা। সংস্কার বিষয়ে বক্তব্য তুলে ধরেন উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড মাকদুম আলম, সদস্য সচিব মেহেদী হাসান শিপু, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর হোসেন, ইসলামী আন্দোননের সভাপতি আশরাফ আলী, বৈষম্যবিরোধী আন্দোলনের সিহাব হোসেন, এবি পাটির আমিনুর হোসেন, প্রেসক্লাব সভাপতি খবির উদ্দিন প্রমুখ।    

 

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth