রংপুরে বঞ্চিত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

নিজস্ব প্রতিবেদক:
তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া (এলপিইএমআইএস) ভুক্ত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবি জানিয়ে শিক্ষকরা। জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে অনশনসহ বৃহত্তর কর্মসূচি পালন করবেন বলে তারা হুশিয়ারি দিয়েছেন।
রোববার (১৯ জানুয়ারি) সকালে রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনাইটেড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখা আয়োজিত মানববন্ধন থেকে এই হুশিয়ারি দেন তারা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনাইটেড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক, সংগঠনের নেতা আবু বক্কর সিদ্দিক, মাহমুদুল হাসান, সমতুল্লা মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক মন্ত্রী ও এমপিদের দলীয়করণ ও গাফিলতির কারণে জাতীয়করণের মুখ দেখেনি বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। ২০১৩ সালে ২৬ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। তখন বেশ কিছু প্রতিষ্ঠান বাদ পড়েছে। জাতীয়করণ বঞ্চিত সেসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করাই আমাদের প্রধান দাবি। জাতীয়করণ বঞ্চিত প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণ করতে হবে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি পালন করবেন বলে জানান শিক্ষকরা। প্রয়োজনে দাবি আদায়ে আবারও অনশনে যাবেন তারা।
বক্তারা বলেন, তৃতীয় ধাপে জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকদের চাকরি সরকারিকরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে অসহায় শিক্ষক পরিবারগুলোকে সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ দিন।