রংপুরে আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
রংপুরে আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। রোববার বিকেল ৩টায় নগরীর ভগিবালা পাড়াস্থ কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা মনজুদার রহমান। অনুষ্ঠানে আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মোছাঃ ফাতেমা বেগমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন, এ্যাডভোকেট ওয়াজিহাদ, ব্যাংকার রহিদুল ইসলাম, সমাজ কর্মী আবু হানিফ, আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হযরত আলী, সদস্য জান্নাতী, রঞ্জু, জেসমিন আক্তার প্রমুখ।