৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে রংপুরে দোয়া মাহফিল

আমাদের প্রতিদিন
3 weeks ago
35


নিজস্ব প্রতিবেদক:

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে রংপুরে জেলা বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

রোববার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফিরোজ আলম, লিটন পারভেজ, ফজলুর রহমান বাদল, কাজী খয়রাত হোসেন প্রমুখ। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনাসহ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং সুস্বাস্থ্য কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং জিয়া পরিবার ও দেশবাসীর জন্য ও ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রংপুর মহানগর বিএনপির উদ্যাগে বিকেলে রংপুর টাউন হলে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ সোমবার একই স্থানে দোয়া ও শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত হবে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি  ও অঙ্গ সংগঠন পৃথক পৃথকভাবে নানা কর্মসূচী পালন করছে বলে দলীয় সূত্রে জানাগেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth