৪ শ্রাবণ, ১৪৩২ - ২০ জুলাই, ২০২৫ - 20 July, 2025

আজহারীর মাহফিল থেকে ফেরার পথে শিক্ষার্থীর মৃত্যু

আমাদের প্রতিদিন
6 months ago
127


লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল শেষে ট্রেনে করে ফেরার পথে রাজ হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার হাজরানী এ ঘটনা ঘটে। নিহত রাজ কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী গ্রামের মহুবর রহমানের পুত্র বলে জানা গেছে।

জানা যায়, মাহফিল উপলক্ষে বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম হয় জেলা শহরে। অনেকে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। মাহফিল শেষে ট্রেনে ফেরার পথে কালীগঞ্জ উপজেলার হাজরানী এলাকায় মানুষের চাপে ছাদ থেকে পড়ে গিয়ে রাজ ট্রেনে কাটা পড়ে নিহত হয়।

লালমনিরহাট রেলওয়ে থানার ওসি মামুন হাসান জানান, রাজ ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তবে সে ট্রেনের ছাদে ছিল কিনা, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth