দুই ট্রফি নিয়ে আজ রংপুর আসছে রংপুর রাইডার্স

নিজস্ব প্রতিবেদক:
দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি দল বিদেশে গিয়ে গ্লোবাল সুপার লিগ জিতে ট্রফি জয়ের সাফল্য অর্জন করেছিল রংপুর রাইডার্স। এর আগে দলটি বিপিএল ট্রফিও জিতেছিল। অর্জিত ট্রফি দুটি নিয়ে আজ সোমবার রংপুর আসছে দলটির খেলোয়াড়রা। ট্রফি নিয়ে তারা রংপুরজুড়ে আনন্দ উল্লাসে মাতবেন।
ইতিমধ্যেই মুল ভেন্যু রংপুর স্টেডিয়ামে নির্মাণ করা হচ্ছে মঞ্চ। সাজসজ্জা কার্যক্রম শেষের পথে। সবমিলিয়ে প্রস্তুত রংপুরও।
জানাগেছে, আজ সোমবার গায়ানা গ্লোবাল সুপার লিগ(জিএসএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এর দুই ট্রফি নিয়ে রংপুর সফরে আসছে রংপুর রাইর্ডাস। এই ট্রফি ট্যুরে নানা আয়োজন করেছে রংপুর রাইডার্স। দলটির ক্রিকেটাররা সোমবার দুপুর ১২টার মধ্যেই হেলিকপ্টার যোগে রংপুর আসবেন। এরপর দুই ট্রফি নিয়ে থাকছে নানান কার্যক্রমও। দেড় হাজার জার্সি ফ্যানদের দেওয়া হবে পুরো রংপুরে। বিপিএল মাসকট ‘ডানা ৩৬’ ও থাকছে এই আয়োজনে। দুপুর একটায় দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রংপুর রাইডার্স। দুপুর দুইটায় রংপুর ক্রিকেট গার্ডেনে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট।
এমনকি ট্রফির সাথেও ছবি তোলার সুযোগ থাকবে সাধারণ ক্রিকেটপ্রেমীদের। বিকেল তিনটা থেকে রংপুর স্টেডিয়ামে রয়েছে কনসাটেরও আয়োজন। এতে সঙ্গীত পরিবেশনে থাকবেন দেশ বরেণ্য ব্যান্ড ‘এভোয়ড রাফা’।