জাতীয় মেধা তালিকায় ১৭তম চিলমারীর ইলহাম

মেডিকেল ভর্তি পরীক্ষা
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
এমবিবিএস ভর্তি পরীক্ষার জাতীয় মেধা তালিকায় ১৭তম স্থান অধিকার করেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সন্তান ইলহাম দাঈ মুনতাহী। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় ১৭তম স্থান অধিকার করে ইর্ষণীয় সাফল্য অর্জন করায় ইলহামকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন চিলমারী তথা কুড়িগ্রাম জেলাব আপামর জনসাধারন।
জানা গেছে,উপজেলার থানাহাট ইউনিয়নের হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা ও কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইমরুল কায়েস মিরন ও গৃহিনী মাগফেরা বেগমের প্রথম পুত্র ইলহাম দাঈ মুনতাহী। ইলহাম বাল্যকাল থেকেই ছিলেন মেধাবী শিক্ষার্থী। তিনি ২০২২সালে কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ নিয়ে এসএসসি ও ২০২৪ সালে নটরডেম কলেজ থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছেন। ইলহামের ছোট বোন দশম শ্রেণীতে ও ছোট ভাই ৫ম শ্রেণীতে পড়ে।
মেডিকেল ভর্তি পরীক্ষায় ইলহামের রোল নং ৩৭০৫৫৫২,পরীক্ষার প্রাপ্ত নম্বর ৮৮.২৫,জাতীয় মেধা তালিকায় ১৭তম স্থান। তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
ইলহাম চলমান ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষায় ১৭তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন চিলমারী তথা কুড়িগ্রাম জেলাবাসী।
চিলমারীর মেধাবী সন্তান ইলহাম দাঈ মুনতাহী জানায়,সময়ের অপচয় না করে তিনি লেখা-পড়ার পিছনে সময় ব্যয় করেছেন। সর্বপরি কঠোর অধ্যাবসায় ও মা-বাবাসহ প্রিয় শিক্ষকদের অনুপ্রেরনা এবং দোয়ায় তার এ সাফল্য বলে জানান তিনি।ইলহাম দাঈ মুনতাহীর লক্ষ্য তিনি একজন ভাল ডাক্তার হয়ে এলাকাবাসী তথা দেশের মানুষের সেবা করতে চান।