২ ফাল্গুন, ১৪৩১ - ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ - 14 February, 2025

কুড়িগ্রামে আওয়ামীলীগ নেত্রী ও দুজন ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আমাদের প্রতিদিন
3 weeks ago
46


কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি: 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেত্রী ম‌তি শিউলী‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। অপরদিকে রাজারহাট উপ‌জেলায় সরকারের বিরুদ্ধে নাশকতার অভিযোগে চা‌কিরপশা ইউনিয়‌নের চেয়ারম‌্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালামকে এবং বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাইজুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ সুত্রে জানায়ায়, মতি শিউলী জেলা আওয়ামী লীগের সদস্য, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছি‌লেন। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ‌্যান্ড কলেজ গেটের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়। এই মামলার অজ্ঞাত আসামী হিসাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে সন্ধ্যার মধ্যে আদালতে সোপর্দ করা হবে।

এ দি‌কে রাজারহাট উপ‌জেলার চা‌কিরপশা ইউনিয়‌নের চেয়ারম‌্যান আব্দুস সালাম (৩৯)কে গ্রেপ্তার করে‌ছে পু‌লিশ। সোমবার (২০ জানুুয়া‌রি)দুপু‌রে রাজারহাট বাজার থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়। ‌তি‌নি উপ‌জেলা ছাত্রলাী‌গের সা‌বেক সভাপ‌তি ছি‌লেন। ইউপি চেয়ারম‌্যান আব্দুস সালাম পীরমামুদ গ্রা‌মের ওসমান আলীর ছে‌লে। এর আগে গত র‌বিবার ‌বি‌কে‌লে উপ‌জেলার বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাইজুল ইসলামকে গ্রেপ্তার ক‌রে পুলিশ।

রাজারহাট থানার ও‌সি আশরাফুল ইসলাম ব‌লেন, ইউপি চেয়ারম‌্যান আব্দুস সালাম‌কে ও বিদ্যানন্দ ইউপির চেয়ারম্যান তাজুল ইসলামকে সরকার উৎখাতে অ¯িথতিশীল পরিবেশ সৃস্টির পরিকল্পনা এবং নাশকতার মামলায় গ্রেপ্তার করা‌ হ‌য়ে‌ছে। সোমবার বিকালে তাদের দুজনকে রাজারহাট থানার জিআর মামলা নং-১২৬/২৪ এ অজ্ঞাত আসামী হিসাবে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে  পাঠা‌নো হ‌য়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth