উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা পুড়ে ছাই

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসত ভিটা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ জানু) দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, পাইকপাড়া গ্রামের আমিনুল ইসলামের পুত্রবধূ গ্যাসের চুলায় দুধ গরম করার জন্য পাতিল বসে দেন। এ সময় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তেই একটি এল প্যাটানের ঘরের পাঁচটি কক্ষ ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। বাসায় কোনো লোকজন না থাকায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি বলেও জানান স্থানীয়রা। এতে করে ধান-চাল, স্বর্ণালংকার আসবাবসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়।
উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্বাস আলী বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে। বাড়ির মালিকের দাবী ৫ লক্ষাধীক টাকা মুল্যের জিনিসপত্র ভষ্মিভুত হয়েছে। আমরা অফিসিয়ালি অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা করছি।