বিশ্ব ইসলামী মহা সম্মেলন উপলক্ষে রংপুরে প্রস্তুতি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহা সম্মেলন আগামী ৮,৯,১০,১১ ফেব্রুয়ারী ২০২৫ উপলক্ষে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট রংপুর জেলা ও মহানগরের দাওয়াতি ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট রংপুর জেলা ও মহানগরের দাওয়াতি ছাত্র সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাকের পার্টি ছাত্রফ্রন্ট, কেন্দ্রীয় পরিষদ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান, আগামীর রংপুর সিটি কর্পোরেশন ও রংপুর সদর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় পরিষদ সহ সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম খোকন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন চৌধুরী , সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ইমতিয়াজ হোসাইন সনেট, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, মো: হাবিবুর রহমান, রংপুর বিভাগীয় সভাপতি মো: সোহানুর রহমান সোহান, রংপুর মহানগর সভাপতি আবু সুফিয়ান খোকন, জেলার প্রতিটি থানা রংপুর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।