রংপুরে উপমা নার্সিং কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রংপুরে উপমা নার্সিং কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ, শিরা বরণ, শপথ গ্রহন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।আজ (২০ জানুয়ারি) সোমবার বেলা ১২টায় রংপুরের পায়রাবন ইসলামপুর বেলবাড়ী এলাকায় অবস্থিত ভবনে (২০২৩-২৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপমা নার্সিং কলেজের অধ্যক্ষ মোসলেমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, উপমা নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফেরদৌসুল আরেফিন, উপমা নার্সিং কলেজের ব্যাবস্থাপনা পরিচালক নাঈমা আক্তার জুহি, সিটি বাজার ব্যবসায়ী ও রংপুর স্টোরের সত্বাধিকারী আশেক আলী, রাজা রামমোহন মার্কেট ব্যাবসায়ী ও ঢাকা লাইট হাউজের সত্বাধিকারী রুস্তম আলী, রংপুর শিশু মেলার সত্বাধিকারী মোঃ মহসিন আলী, উপমা নার্সিং কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক ডাঃ জ্যোসিতা, প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান সৈকত, হিসাব রক্ষক ফেরদৌস আহমেদ প্রিন্স, নার্সিং ইন্সট্রাক্টর হালিমা আক্তারসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় উপমা নার্সিং কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।