বিরল সরকারি কলেজে তারুণ্যের মেলার শুভ উদ্বোধন

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরল সরকারি কলেজে তারুণ্যের মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
সোমবার সকালে ২দিন ব্যাপী অনুষ্ঠিত মেলার শুভ উদ্বোধন করেন বিরল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং শিক্ষক-শিক্ষার্থীগণ মেলার স্টলসমূহ পরির্দশন করেন।