১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

কুড়িগ্রামে দেশবন্ধু গ্রুপের ৫ শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

আমাদের প্রতিদিন
3 weeks ago
46


কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামে শীতার্থ মানুষের মাঝে দেশবন্ধু গ্রুপের পক্ষে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে জেলার হতদরিদ্র ২ শতাধিক মানুষের এ কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক প্রথম আলোর শফি খান, প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক ইউনুস আলী, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিব, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী ম্যানেজার শফিকুল আযম, দেশবন্ধু গ্রুপের সহকারী প্রকৈশলী আসাদুল ইসলাম, ইত্তেফাক  প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, সময়ের আলোর তৈহিদুল ইসলাম ঠান্ডা, মানবজমিন প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, স্থানীয় দৈনিক জাগো বাহের সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম, ডিবিসি প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন, নয়া দিগন্তের প্রতিনিধি রেজাউল করিম রেজা, ভোরের পাতার প্রতিনিধি ফিরোজ আলম মনু, যমুনা টেলিভিশনের প্রতিনিধি নাজমুল হোসেন এবং বাংলাদেশ মেইলের টুয়েন্টি ফোরের প্রতিনিধি শাহীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের খাসেরচর ও আইরমারির চরে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে দেশবন্ধু গ্রুপের কম্বল বিতরণ করা হয়েছে।

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth