নাগেশ্বরীতে যুব সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে ইনোভেশন ল্যাব প্রশিক্ষণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে ২দিন ব্যাপি ইনোভেশন ল্যাব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নরওয়ের টেলিকমিউনিকেশন সংস্থা নরয়েজিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (টেলিথন) এর আর্থিক এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায়, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) ও আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় প্রজেক্ট অফিসে এ অনুষ্ঠান হয়। প্রশিক্ষণ শেষে যুব সংগঠন গুলোর নিকট থেকে বাল্যবিবাহের নেপথ্যের কারণসমূহ চিহ্নিত করে স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে বিশেষ করে কুড়িগ্রাম জেলায় বাল্যবিবাহ এবং জোড়পূর্বক বিবাহের হার কমিয়ে আনার লক্ষ্যে স্থানীয়-টেকসই-ইনোভেটিভ আইডিয়া নিয়ে প্রকল্পটি প্রস্তাবনা আহবান করা হয়। এর আলোকেই তিন উপজেলার ৩১টি যুব সংগঠন প্রকল্প প্রস্তাবনা দাখিল করেন। প্রকল্প প্রস্তাবগুলো যাচাই বাছাই শেষে প্রথম পর্যায়ে নাগেশ্বরী পৌর যুব সংগঠন, বামনডাঙ্গা ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠন, রাংগঞ্জ ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠন, তিলাই ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠন, শিমুলবাড়ী ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠনমিলে ৫টি যুব সংগঠন চুড়ান্ত ভাবে নির্বাচিত হয় এবং প্রত্যেক যুব সংগঠনকে ৫০ হাজার টাকা করে চিক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রোজেক্ট কো- অর্ডিনেটর মোহাম্মদ মাহমুদুল হাসান, লিডারশিপ সিএনবি প্রকেল্পর টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী প্রমুখ।