রংপুর রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ থেকে ৬ জনকে অব্যাহতি এবং কোআপ্ট

খবর বিজ্ঞপ্তির:
রংপুর রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদের ২০ জানুয়ারী ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের ৬ জনকে পরিষদের পদবি এবং সাধারণ সদস্য থেকে অব্যাহিত দেয়া হয়েছে। ওই পদে ৬ জনকে কো-আপ্ট করা হয়েছে।
সভার সিদ্ধান্ত হয়, গঠনতন্ত্র লংঘন করে রংপুর প্রেসক্লাবে আবেদন করে যাছাইবাছাই কমিটিতে নির্বাচিত হওয়ায় ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু (রংপুর ব্যুরো প্রধান, ইনডিপেনডেন্ট টেলিভিশন), সিনিয়র সহ-সভাপতি মাছুদ উর রহমান মিলু (সম্পাদক, দৈনিক আখিরা), সহ-সভাপতি গোলাম মোস্তফা আনছারী (স্টাফ রিপোর্টার, দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক রেদওয়ান হিমেল (স্টাফ রিপোর্টার, সময় টেলিভিশন), ক্রীড়া সম্পাদক আনজু মনোয়ারা রেখা মনি (ব্যুরো প্রধান, বিজনেস বাংলাদেশ) এবং কার্যনির্বাহী সদস্য একেএম সুমন (স্টাফ রিপোর্টার, সকালের বাণী) কে তাদের কার্যনির্বাহী পদের পদবী এবং সাধারণ সদস্য থেকে অব্যাহতি দেয়া ও কার্যকরের সিদ্ধান্ত হয়।
সভায় অব্যাহতি পাওয়া সংশ্লিষ্টদের বিগত দিনে রংপুর রিপোর্টার্স ক্লাবের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখায় ধন্যবাদ জানানরও সিদ্ধান্ত হয়। ২০ জানুয়ারী ২০২৫ থেকে তাদের সাথে রংপুর রিপোর্টার্স ক্লাবের কোন সাংগঠনিক সম্পর্ক থাকবে না এবং সহকর্মী হিসেবে তাদের সাথে নির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যদের সুসম্পর্ক অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে ক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদ (রংপুর ব্যুরো প্রধান, ডেইলি মর্নিং সান) কে সভাপতি, কার্যনির্বাহী সদস্য শফিউল করিম শফিককে ( রংপুর বিভাগীয় প্রধান, মোহনা টেলিভিশন) সিনিয়র সহ-সভাপতি, কার্যনির্বাহী সদস্য নুর ইসলাম চানকে ( ব্যুরো প্রধান, দৈনিক খবরপত্র ও স্টাফ রিপোর্টার, দৈনিক প্রথম খবর) সহ-সভাপতি ও সাধারণ সদস্য মাহমুদুল হাসানকে (রংপুর ব্যুরো প্রধান, মাইটিভি) সহ-সভাপতি, সাধারণ সদস্য সাংবাদিক শরিফুল ইসলামকে,দপ্তর সম্পাদক, কার্যনির্বাহী পরিষদ সদস্য মেজবাহুল হিমেলকে (স্টাফ রিপোর্টার, দৈনিক আমার দেশ) ক্রীড়া সম্পাদক, ২ নং কার্যনির্বাহী সদস্য রাফাত হোসেন বাঁধনকে( রংপুর ব্যুরো প্রধান, বাংলা টিভি) ১ নং এবং সাধারণ সদস্য হারুন উর রশিদ সোহেলকে (রিপোর্টার, দৈনিক দিনকাল ও আমাদের প্রতিদিন) ২ নং, আব্দুর রহমান রাসেলকে (রংপুর ব্যুরো প্রধান, গ্লোবাল টেলিভিশন) ৩নং, জনাব রেজওয়ান কবির রণিকে ( রংপুর ব্যুরো প্রধান, দৈনিক কালবেলা) ৪ নং এবং সেলিম সরকারকে (রংপুর ব্যুরো প্রধান, দৈনিক খবরের কাগজ) ৫ নং কাযনির্বাহী সদস্য হিসেবে কো-আপ্ট করা হয়। এই সিদ্ধান্ত বর্তমান কমিটির মেয়াদ পর্যন্ত বলবৎ রাখার সিদ্ধান্ত হয়।
সভায় রংপুর প্রেসক্লাবের উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ বিষয়ে রংপুর প্রেসক্লাবে রংপুরে কর্মরত সকল পেশাদার গণমাধ্যম কর্মীর সদস্য হওয়ার ক্ষেত্র উম্মুক্ত করতে অন্তবর্তিকালীন সরকারের পদক্ষেপকে স্বাগত জানানো এবং যথাযথভাবে তা বাস্তবায়নের দাবির পক্ষে সিদ্ধান্ত হয়। তবে রংপুর প্রেসক্লাবে সদস্য হিসেবে আবেদনের ক্ষেত্রে রংপুর রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সভার সিদ্ধান্ত ছাড়া ক্লাবের কাউকে আবেদন না করার সিদ্ধান্ত হয়।