রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-১০

নিজস্ব প্রতিবেদক:
রংপুর নগরী ও মিঠাপুকুর উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক পথচারি নিহত হয়েছে। কমপক্ষে ১০জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বুধবার দুপুরে পীরগাছা- সুন্দরগঞ্জ সড়কের মাহিগঞ্জ বকসী এলাকায় পিকআপের ধাক্কায় আনোয়ারা বেগম (৬২) নামের এক পথচারি নিহত হয়েছে। এঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের বকসি এলাকার মনছুর আলীর স্ত্রী। তিনি স্বামীসহ ঔষধ নিয়ে মাহিগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন।
এর আগে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর উপজেলার জায়গীর হাট এলাকায় মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা আরবিএস ট্রাভেলস, রানী পরিবহন ও অপু পরিবহনসহ যাত্রীবাহী আরেকটি বাস জায়গীর মহাসড়কে (চায়না কোম্পানি সংলগ্ন এলাকা) পৌঁছালে ঘন কুয়াশা কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় একে একে চারটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসগুলোর সামনের গ্লাস ভেঙে গেছে এবং কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ১০ যাত্রী আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বাসগুলো সরিয়ে নেওয়া হয়েছে।