১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

রংপুরে অঙ্গীভূত আনসারদের মাঝে কম্বল বিতরণ

আমাদের প্রতিদিন
3 weeks ago
43


মহানগর প্রতবিদেক:

সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসারদের স্বনামে কম্বল বিতরণ করা হয়। বুধবার (২২ জানুয়ারী) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুরের সাতমাথায় অবস্থিত জেলা কমান্ড্যান্টের কার্যালয় বাহিনীর নিজস্ব উদ্যোগে ৫৫৬ জন অঙ্গীভূত আনসারদের স্বনামে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ (বিবিএম, পিভিএমএস)। আয়োজনে উপস্থিত ছিলেন আনছার ভিডিপি’র জেলা কমান্ডার রাশেদুল ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট রাসেল আহমেদ, সদর উপজেলা কমান্ডার বিজন দত্ত, প্রশিক্ষক মনিরুজ্জামানসহ আনসার ক্যাম্প সংস্থার সদস্যবৃন্দ।

এ সময় রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি মহোদয়ের একান্ত প্রচেষ্টায় আমরা আপনাদের মাঝে কম্বল বিতরণ করতে পারছি। তিনি আমাদের বাহিনীকে এগিয়ে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করছেন। বিগত দিনে আপনাদের একটা ভূল সিদ্ধান্ত (আন্দোলন) আমাদের পিছিয়ে দিয়েছে। সরকার আমাদের প্রতি আন্তরিক, তারা আপনাদের জাতীয়করণের বিষয়ে রাজি ছিলেন বা এখনো আছে। কিন্তু আপনাদের আন্দোলনের কারণে তা পিছিয়ে গেছে। আপনারা অবশ্যই দেখেছেন যারা নেতৃত্ব দিয়েছেন তারা কেউ আর আমাদের মাঝে নাই। আমাদের কাজ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় কাজ করা। আমরা সামনে আর ভূল সিদ্ধান্ত নিবো না। আমাদের ডিজি মহোদয় আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা সামনে ভালো কিছু পাবো।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth