একাডেমিক সুপারভাইজার সড়ক দুর্ঘটনায় আহত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলা একাডেমিক সুপারভাইজার মুকতার হোসেন সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুকতার হোসেন সরকারি কাজে উলিপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন।
পরে আহত অবস্থায় উলিপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রেফার্ড করে রংপুর গুডহেলথ হসপিটালে বর্তমানে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।
মুকতার হোসেন রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন।