নাগেশ্বরীতে জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জান্নাতি মহিলা উন্নয়ন সমিতি ও নূর মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এফএনবি সংস্থার অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের বলাইরপাট গ্রামের জান্নাতি মহিলা উন্নয়ন সমিতি কার্যালয়ের সামনে শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয় কর্মকর্তা ময়দান আলী, জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী ফাতেমা বেগম, নূর মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী কোহিনুর বেগম, সোহাগী আদর্শ পাঠাগারের নির্বাহী পরিচালক কুলছুম বেগম, সাংবাদিক এম সাইফুর রহমান প্রমুখ।