গঙ্গাচড়ায় ভূমিদস্যূদের হুমকির মুখে শঙ্কিত জমি মালিক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
দীর্ঘ দিন ভোগদখল ও জমির মালিকানা ধরে রাখার পরও তিস্তা চরের সংঘবদ্ধ এক দল ভূমিদস্যূর জবরদখলের হুমকির মুখে শঙ্কিত হয়ে পড়েছেন জমি মালিক কালাম মিয়া। ঘটনাটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল মৌজায়।
উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা জোঁককামড়ি গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে কালাম মিয়ার (৫৪) অভিযোগে জানা গেছে, পৈত্রিক ও ক্রয়সূত্রে চিলাখাল মৌজার এসএ খতিয়ান নং ৩৩৩, দাগ নং ৩৯৫৮, জমি ১ দশমিক ৪৪ একর ও এসএ খতিয়ান নং ২২৪, দাগ নং ৩৯৬৮, জমি ২৫ শতক; উভয় দাগে মোট জমি ১ দশমিক ৬৯ একর দীর্ঘদিন ধরে ভোগদখল করে চাষাবাদ করছেন তিনি। সম্প্রতি চিলাখাল শখের বাজার এলাকার ভূমিদস্যু হাফিজুল ইসলামের (৩৫) নেতৃত্বে মফিজুল ইসলাম (৩৫), আব্দুর রাজ্জাক (৩৫), আতাউর ইসলাম (৩২), নুর জামাল (৪৫), জাহাঙ্গীর হোসেন (৬০), সাইফুল ইসলাম (৫৫), আব্দুল মোত্তালেব (৫৬) এবং কুড়িবিশ্বা জোঁককামড়ি এলাকার শফিকুল ইসলাম (৪০) ও তরিকুল ইসলাম (৩২)সহ ২৫-৩০ জনের একটি সঙ্গবদ্ধ দল তাকে ওই জমি থেকে উৎখাতের জন্য বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ওই জমিতে চাষাবাদ করতে গেলে কালাম মিয়াকে হত্যার হুমকি দিয়েছেন তারা। ফলে নিরাপত্তাহীন কালাম মিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। এরপরও থামছে না ভূমি দস্যুদের হুমকি ও জবরদখল চেষ্টা।
এ বিষয়ে হাফিজুল ইসলাম জানান, উক্ত জমি তার পিতার দাদার বোনের। তাই ওয়ারিশ সূত্রে তিনি মালিক। তবে এ দাবী প্রত্যাখ্যান করেছেন কালাম মিয়া।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, কালাম মিয়ার অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।