কিশোরগঞ্জে প্রকৃতিকে রক্ষা ও ইংলিশ দক্ষতা বিষয়ক তিন দিনের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
পরিবেশ বিধ্বংসী প্লাস্টিক-পলিথিনের বিষফোঁড় থেকে প্রাণ -প্রকৃতিকে রক্ষা ও বর্তমান প্রজন্মকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে একটি স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে বাতিঘর হিসেবে কাজ করছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
এ লক্ষ্যে “প্রকৃতিকে রক্ষা করি, ইংলিশ দক্ষতায় নিজেকে গড়ি” লার্নিং ইংলিশ থ্রো সেফ প্ল্যানেট বিষয়ক তিন দিনের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।গত ১৩ -১৫ জানুয়ারি (সোমবার-বুধবার)কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ও ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়ন কমিটির সহযোগিতায় এপি অফিসের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত শিশু ফোরামের ৩০জন কোমলমতি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ প্রদান করেন এপি ম্যানেজার সাগর ডি’ কস্তা, প্রোগ্রাম অফিসার জেফি রাজ দোলন কুবি,জন কেনেডি ক্রশ,স্বপন কিসপট্টা,ইংলিশ প্রশিক্ষক সন্তোষ কুমার রায় প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী আমাদের প্রতিদিনের জেলা প্রতিনিধি সিএসএম তপন, দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন।